POEMS BY PRIYANIL PAL

সুকান্ত ভক্ত
………………………………………..
ভাষাতত্ত্ব,জটিল সাহিত্য,
বুঝিনা আমি অতশত
আমি অতি সাধারণ,সুকান্ত ভক্ত।
আমার শিরায় বয়ে যাওয়া রক্ত,
তোমার অনুপ্রেরণায়,রচিত করে সাহিত্য।
বাস্তবকে উপমার বাঁধনে জরিয়ে,
কি অসীম প্রতিভার প্রকাশ দেখিয়েছ,
তা,নেই আমার ভাষায় বোঝানোর সামর্থ। 
খুব অল্প সময় তুমি পেয়েছো,
আসিলে কতদিন! সেই চলেগেলে
যখন তোমার বয়স অল্প।
সত্যি তুমি অনবদ্ধ,সুকান্ত।
তোমার লেখা,প্রকাশিত যেন বাস্তবতা,
''আঠারো বছর বয়স''পুরনো ধাঁধাঁ,
এই সব কবিতার তুলনা হয়না,
দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তেতাল্লিশের মম্বন্তর,
ফ্যাসিবাদী আগ্রাসন সাম্প্রদায়িক দাঙ্গা,
তোমার কলমের কালি যেন,
প্রতিবাধের অগ্নিফুলিঙ্গকে করেদিতো চাঙ্গা।
আমার বিশ্বে তুমিই সর্বশ্রেষ্ঠ,
কারণ হাজার প্রতিবন্ধকতায়,
কম সময়ের ব্যার্থ মায়ায়,
যা তোমার ভাষা,যা তোমার রচনা,
এটা সত্যি তূলনা করায় যাই না।..............................Priyanil Pal

অদ্ভুত সচেতনতা!!

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

 

বর্তমানে মহাসমস্যা,

একদম বাড়বাড়ন্ত স্বাস্থ্য সচেতনতা।

নতুন রোগের প্রকোপ,

নাম ''ডেঙ্গু'',জানি নতুন না।

বাজারে বাড়াছে মশারি কেনার ধুম,

তেমনি দাম ও হয়েগেলো দ্বিগুন।

আচ্ছা!!ডেঙ্গু তো হয় কামড়ালে মশা,

উৎপত্তি কোথায়?সেই নোংরা জায়গা।

শহর অঞ্চলে,হসপিটালে,অনেক সচেতনতা,

সেই মানুষ গুলোই,নোংরা ডাসবিনে ফেলেনা।

শহর-এর বুকে পাড়ার মোড়ে,

আলোচনা চলছে জোর কদমে।

স্বচ্ছ ভারত গড়তে হবে,

বুদ্ধি জিবি ভাবনা সব,

সেই দেয়ালেই ফেলে পানের  পিক আর কফ।

গ্রামে দেখো শৌচালয় উঠছে গড়ে,

নষ্ট ফসল,খেতে পাইনা কেও পেট পুড়ে।

স্বাস্থ্য কি ভাবে উঠবে, গড়ে,বোঝাও যুক্তি দিয়ে।

ডাল আমাদের প্রোটিন দেয়,

গ্রাম-এর কৃষক ডাল বিক্র্রি করে

কিনতে পারেনা ডাল দ্বিগুন মূল্যে।

এমন অর্থনৈতিক বেড়াজালে ,

কি করে উঠবে গড়ে ভালো  স্বাস্থ্য ঘরে ঘরে।

শহরতলীতে রাস্তার কাছে,

অনেক নোংরা জমে,কে পরিষ্কার করবে ?

অভিযোগতো আসেনি,এলেই কাজ হবে,

কত সচেতনতা দেখো সমাজে আজকে!!

ভাবনা তোমাদের নিম্ন যে,ভাবো অন্য ভাবে,

ওষুধ,মশারি,বক্তিতায়,গড়া হয় না সুস্থ সমাজ।

প্রতি মানুষ কেই করতে হয় সঠিক কাজ।

অভিযান তো অনেক হলো।

সঠিক পথে এবার সুস্থ সমাজ গড়ে তোলো।

 

‘’'প্রেম ও বর্তমান পরিস্থিতি

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

তুমি  বলেছিলে চাকরি না পেলেও,

করবে বিয়ে আমাকে।

এখন তাহলে কি হলো??

কেন অন্য হাত তোমার হাতে!!

আমিতো চেষ্টার রাখিনি ত্রুটি,

সেই মনে করো ‘’HS’’ থেকে

পেয়েছিলাম ৮৫ শতাংশ,

তোমার সাথে এক  ''College''-এ পড়বো বলে.

তোমার ইচ্ছা ছিল,আমি পড়ি অঙ্ক নিয়ে,

তাই পড়লাম,BSC, MSC আজ পেরিয়ে এলাম।

নতুন নিয়ম মেনে ''BED'' ও করলাম।

আমি কি জানতাম ''SSC'' হবে না,

চার বছর ধরে?

কত কত ''ফ্রম'' তুলেছি বলো তুমি,

ব্যার্থ আমি কিছুই করতে পারিনি।

বিশ্বাস করো তুমি,

আমি সব উত্তর লিখেছিলাম,সঠিক ছিল জানি,

তবুও কেন হলোনা আমার !!

আমি কি জানি!

তোমার কথা মতো আমি দিলাম পরীক্ষা ‘’ Primary’’

কিন্তু ফল প্রকাশিত হলোনা আজ ও ,

তাতে আমি কি করি?

তুমি তো বলেছিলে,অপেক্ষা করবে তুমি ,

তাহলে কেন আজ কে ছাড়লে হাত খানি।

ভালোই করলে তুমি সঙ্গী খুজে নিলে,

আমি কি বা দিতে পারতাম?খালি পকেট নিয়ে।

ভালোবাসার কবিতা অর্থ ছাড়া কিছুইনা ,

অভাব অনটন এ সাহিত্য রচনা হয়না,

তেমনি কর্মহীন জীবনে,

প্রেম এর পরিণতি বিবাহ হয়না।

বর্তমান সমাজের এই  জঞ্জালে,

কত শত প্রেম ভেঙ্গে,দুমড়ে মুচড়ে যাই  মৃত্যু কবলে!!

তা হয়তো কোনো খবরের পাতায়,

কোনো দূরদর্শনের পর্দায় ,

প্রকাশিত হয়না,রয়ে যাই অবলুপ্ত হয়ে.

 

**[এই লেখাটা কোন ব্যাক্তি বিশেষ কিংবা কোন রাজনৈতিক সময়সীমাকে উদেশ্য করে লেখা হয়নি,

শুধু বর্তমান সমাজ এর নানান সমস্যা কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলছে,

এই লেখাটায়,তারই একটা দিক প্রকাশিত হয়েছে।]**

কাশ্মীর প্রশ্ন করে,কেন আগুন আমার ঘরে?

কেন এতো রক্তের বন্যা আমার বুক জুড়ে?

আমার  মধ্যে কত সৌন্দর্য,

কেন করছো তোমরা এই সব নষ্ট?

কাশ্মীর প্রশ্ন করে

আমার কি দোষ বল ?

দুই দেশ মিলে কেন লড়াই করো?

আমাকে তোমাদের ভালো লাগে !

তাহলে আমি তোমাদের দুজনকেই সৌন্দর্য দেব।

কাশ্মীর আরো বলে ,

আমার তো ভালো লাগেনা গো,

এতো সৈন্য,এতো সাধারণ,

মৃত্যু কবলে মাথা রাখে,আমার জন্য।

আমি কি বুঝি এতো রাজনীতি,কূটনীতি!!

আমি তো সবাইকেই নির্বিশেষে ভালোবাসি।

আমাকে নিয়ে সেই  কত কত বছর ধরে ,

তোমরা লড়াই করো ,কিন্তু তাতে তো ,

আমার পথে বয়ে যায় দুই পক্ষের লাল রক্ত।

কেউ আমাকে ধরে রাখতেচাও,

কেউ বা আমায় নতুন  করে পেতেচাও,

একবারো ভাবছো না কেউ

কাশ্মীর  ভালোবাসেনা এই রক্তের ঢেউ।

বন্ধ করো আমায় নিয়ে যুদ্ধ ,

আমি পাড়ছি না আর দেখতে এত রক্ত

পাড়ছি না শুনতে গুলির শব্ধ,

আর কতো পরবিবারকে হতে দেখবো নষ্ট ?

আমি চাই শান্তি ,চাই আমি সবার মুখে হাসি ,

আমার জন্যে যখন এত যুদ্ধ ,

তখন আমার এই মিনতি শোন,

এই রক্তের লীলা বন্ধ করো।

আমি আর দেখতে পারবোনা

এই অনাচার্জ

কাশ্মীর প্রশ্ন করে,কাশ্মীর আরো বলে।

 

একটু অন্য ভাবে লেখাটা লেখা হয়েছে ,

উদ্দেশ্য একটাই যেন বন্ধ হয় এই যুদ্ধ।

জনি কিছু করতে পারবোনা,

তবুও যদি কোনো বড় মাপের লোকের চোখে পরে

আর সে বন্ধ করে এই যুদ্ধ


NOW ALL LINK ARE AVALABEL..IN MY WEBSITE

 

My New Bengali Song 

ami facebook khuli tor msg dakhta

ami net pack rakhi,jodi sesh hoi majh raat

My New Song ..


ami facebook khuli tor msg dakhta
ami net pack rakhi,jodi sesh hoi majh raat-2

tobu tui,basto shuduy,
somoy nai,vu koruo akta hello pathata
tobu tui,on takis,din raat jura..

jni acha,tor onnk bondhu ,tor satha,
melata pa,amio achi,,tor opakhhaa,,

ami adik odik gura,jodi pai toka dakhta,,
ami tor barir smna ,thaki,jodi pas amy bujhta,

tor number ,payachi kub kosta,
tobuo cl korar sahos haoi ni aj ka,

ami facebook khuli tor msg dakhta
ami net pack rakhi,jodi sesh hoi majh raat-2

tobu tui,basto shuduy,
somoy nai,vu koruo akta hello pathata
tobu tui,on takis,din raat jura.

akdin dakhlm tol wall a,
relationship status dea,
achis beson kushi,feeling happy tar e pasa.

bartho perm r,ak oviman,
kaana choke koracha slaan,
apsos akty aj ka,
valobashi jnli na tui ja

tobuo

ami facebook khuli.mp3 ami facebook khuli.mp3
Size : 4935.782 Kb
Type : mp3

Allah ke bande With New Lines Composed By Priyanil.mp3

its only pyar.new ver.mp3.mp3

Bol na r,.mp3.mp3

Tera Mera Rishta Puraana.mp3

M2U01173.mp3

                                                                       MY Favorite Songs,,,

SOUNDCLOUD -- https://soundcloud.com/priyanil